জয়পুর : ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে গিয়েছিল জঙ্গি নিধন করতে, ভ্রমণ করতে বা ফুল ছড়াতে নয়, আজমেড়ের দলীয় বৈঠকে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
তিনি বলেন, এটা ভীষণ দুঃখজনক যে কংগ্রেস এবং তার কিছু বন্ধুদল বায়ুসেনার অভিযানের সাফল্যের প্রমাণ চাইছে। পাকিস্তানের মাটি থেকে পরবর্তীকালে জঙ্গি হামলার ছক কষা হলে তার মূল্য চোকাতে হবে পাকিস্তানকেই – বায়ুসেনা দুঃসাহসী অভিযান করে এই বার্তাই দিয়ে এসেছে। যোদ্ধাদের কাজ মৃতদেহ গোনা নয়।কংগ্রেস এবং তার কিছু বন্ধুদল বায়ুসেনার অভিযানের সাফল্য নিয়ে প্রশ্ন তুলে বিভ্রান্তির সৃষ্টি করছে। তারা ওসামা বিন লাদেন ও হাফিজ সঈদের মতো জঙ্গিদের “ওসামা জি, হাফিজ জি” বলে ডেকে সম্মান জানায়।
এই ধরনের মানুষের সন্ত্রাসবাদ সম্পর্কে স্পষ্ট নীতি নেই, এমনটাই অভিযোগ তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গত পাঁচ বছরে বিদেশি ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের নির্মূল করে আমাদের সেনা জওয়ানরা জয় অর্জন করেছে।
রাজনাথ বলেন, পুলওয়ামা জঙ্গি হামলার প্রতিশোধে পাকিস্তানের বালাকোটের হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় বায়ুসেনা। বিজেপি চায় ভারতের উন্নতি হোক। কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেন, জম্মু এবং কাশ্মীর ভারতের সঙ্গেই রয়েছে। কাশ্মীরি ছাত্রছাত্রীরা দেশের যে কোনও প্রান্তে পড়াশোনা করলেও তাদের সুরক্ষার অভাব হবে না।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ভারতীয় বায়ুসেনা বালাকোটে গিয়েছিল জঙ্গি নিধন করতে, ফুল ছড়াতে নয় – বললেন রাজনাথ
web desk, ABP Ananda
Updated at:
08 Mar 2019 08:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -