নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনার বিমান নিখোঁজ। ২৯ জনকে নিয়ে চেন্নাই থেকে শুক্রবার সকাল আটটার কিছুক্ষণ বাদে পোর্টব্লেয়ারের উদ্দেশ্য রওনা দেয় এএন-৩২ বিমানটি। সকাল ১১টা ২০তে সেটির অবতরণ করার কথা ছিল সেখানে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও খোঁজ নেই বিমানের। তামবারাম বায়ুঘাঁটি থেকে ওড়ার প্রায় ১৫ মিনিট বাদে বিমানটির সঙ্গে শেষ যোগাযোগ হয় বলে জানিয়েছেন চেন্নাই বিমানবন্দরের অফিসাররা। নতুন করে জ্বালানি না ভরে চার ঘণ্টা বিমানটি উড়তে পারে। ফলে বিমানটি কোনও দুর্ঘটনার কবলে পড়েছে কিনা, সেই আশঙ্কাও দেখা দিচ্ছে।

বায়ুসেনায় এ ধরনের বিমান রয়েছে ১০০-র বেশি।

বিমানটিতে জরুরি বাতি রয়েছে, যা সেটির গতিবিধির হদিশ দিতে সক্ষম। তবে সাধারণত বিমানটি ভেঙে পড়লেই সেটি কাজ করে। নিখোঁজ বিমানটির সন্ধানে বঙ্গোপসাগরে নজরদারি বিমান পাঠিয়েছে নৌবাহিনী। পাঠানো হয়েছে একটি ডর্নিয়ার এয়ারক্র্যাফটও। কারমুখ, ঘড়িয়াল, জ্যোতি, কুঠার---চারটি জাহাজও বঙ্গোপসাগর তন্নতন্ন  করে  খুঁজছে যদি কোথাও বিমানটির ধ্বংসাবশেষ মেলে।