হায়দরাবাদ ও নয়াদিল্লি: হায়দরাবাদের কাছে ভেঙে পড়ল বায়ুসেনার একটি প্রশিক্ষণ বিমান।


বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল পৌনে ১২টা নাগাদ হায়দরাবাদের হাকিমপেট ঘাঁটি থেকে নিয়মমাফিক উড়ানে বের হয় একটি ‘কিরণ’ প্রশিক্ষণ বিমান।


বিমান চালাচ্ছিলেন শিক্ষানবিশ ফ্লাইট ক্যাডেট। কিছুক্ষণ পর কীসারার কাছে তা ভেঙে পড়ে। ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায়। তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কিন্তু, তার আগেই ওই চালক বেরিয়ে যেতে সক্ষম হন।


রাচাকোন্দা পুলিশ কমিশনার মহেশ এম ভাগবত জানান, পরে দমকল বাহিনী গিয়ে আগুন নেভায়। তিনি যোগ করেন, বিমানটি একটি পরিত্যক্ত জায়গায় ভেঙে পড়ায় কোনও প্রাণ বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি।


দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কোর্ট অফ এনক্যোয়ারির নির্দেশ দিয়েছে বায়ুসেনা।