হিন্ডন: দেশের প্রথম তিন মহিলা ফাইটার পাইলট সম্ভবত মিগ-২১ বাইসন যুদ্ধবিমান চালাবেন। এমনই ইঙ্গিত দিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া।
আগামী মাসে ইতিহাস রচিত হতে চলেছে ভারতের বায়ুসেনায় যখন তিন মহিলা পাইলট – অভনী চতুর্বেদী, ভাবনা কন্ত এবং মোহনা সিংহ প্রথমবার সামরিক বিমান চালানোর অনুমতি পাবেন। বর্তমানে এই তিনজন হক এজেটি বিমানে প্রশিক্ষণ নিচ্ছেন।
বায়ুসেনা দিবসে বাহিনীর প্রধান ধানোয়া বলেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী, তাঁদের মিগ-২১ বাইসন স্কোয়াড্রনে রাখা হতে পারে। তিনি জানান, মিগে অন্যান্য আধুনিক বিমানের তুলনায় বেশি মাত্রায় ম্যানুয়াল মোড রয়েছে।
অর্থাৎ, চালককে সব নিজে থেকে নিয়ন্ত্রণ করতে হয়। ধানোয়া জানান, এর ফলে, করতে এই মহিলা ফাইটার পাইলটদের নিয়ন্ত্রণ ও দক্ষতা বৃদ্ধি হবে। পরে, তাঁদের আধুনিক বিমানে তাঁদের চালাতে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে তিন মহিলাকে ফ্লাইং অফিসার পদে কমিশনড করে বায়ুসেনা। ইতিমধ্যেই, আরও তিনজনকে ট্রেনি ফাইটার পাইলট হিসেবে নির্বাচিত করা হয়েছে।