নয়াদিল্লি: ফের দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার বিমান।

প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার কলাইকুন্ডা বায়ুঘাঁটি থেকে নিয়মমাফিক উড়ানে বের হয় বায়ুসেনার হক অ্যাডভান্সড জেট ট্রেনার বিমান। কিছুক্ষণ পর, ঝাড়খণ্ড-ওড়িশা সীমান্তের কাছে তা ভেঙে পড়ে। সময়মতো বিমান থেকে লাফ দেওয়ায় প্রাণে বেঁচে যান শিক্ষানবীশ পাইলট। এই ঘটনায় কোর্ট অফ এনক্যোয়ারির নির্দেশ দিয়েছে বায়ুসেনা।