নয়াদিল্লি: জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ না করা ক্ষুব্ধ শিল্পীদের কাছে ডাকের মাধ্যমে পুরস্কার পাঠিয়ে দিতে পারে কেন্দ্র। এ ব্যাপারে ভাবনাচিন্তা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ৫০-এর বেশি পুরস্কার প্রাপক মানপত্র, পদক ও পুরস্কারের অর্থের চেক এখনও গ্রহণ করেননি।

মাত্র কয়েকজন জাতীয় পুরস্কার জয়ীকে এবার নিজের হাতে

পুরস্কৃত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাকিদের পুরস্কার দেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি ও প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠোর। এতে ক্ষুব্ধ হন বেশ কয়েকজন পুরস্কার প্রাপক। তাঁরা অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেন।

এ ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, যাঁরা পুরস্কার নিতে আসতে পারেন না, তাঁদের কাছে ডাকের মাধ্যমে পুরস্কার পাঠিয়ে দেওয়ার রীতি নতুন নয়। এ ক্ষেত্রেও সেই উপায়ের কথা ভাবা হচ্ছে।

দিল্লির বিজ্ঞান ভবনে ৩ তারিখ হয় এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান। সাধারণত রাষ্ট্রপতিই সব জয়ীর হাতে তাঁর পুরস্কার তুলে দেন। কিন্তু এবার সেরা অভিনেতা ঋদ্ধি সেন, দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী প্রয়াত বিনোদ খন্না ও সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত প্রয়াত শ্রীদেবীর প্রতিনিধি সহ কয়েকজনের হাতেই শুধু পুরস্কার তুলে দেন তিনি।