আমদাবাদ: গুজরাত উপকূলে প্রায় ১৫০০ কিলোগ্রামের মাদক হেরোইন বাজেয়াপ্ত করল উপকূলরক্ষী বাহিনী। বাজারদর প্রায় ৩,৫০০ কোটি টাকা! টাকার বিচারে যা এখনও পর্যন্ত সম্ভবত সর্ববৃহৎ।


প্রতিরক্ষামন্ত্রকের এক মুখপাত্র জানান, গুজরাত উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ থেকে ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। তাঁর দাবি, মাদকের বর্তমান বাজার দর প্রায় ৩,৫০০ কোটি টাকা। তিনি যোগ করেন, এত বিপুল পরিমাণ মাদক সাম্প্রতিককালে শুধু নয়, বাহিনীর ইতিহাসে সম্ভবত হয়নি।


দেখুন সেই ভিডিও:


[embed]https://twitter.com/ANI_news/status/891571983539781632[/embed]

প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক অভিষেক মাতিমান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দুপুর ১২টা নাগাদ ওই বাণিজ্য জাহাজটির পথ আটকায় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘আইসিজি সমুদ্র পাবক’। সেখান থেকে প্রায় ১৫০০ কেজির হেরোইন উদ্ধার হয়।


তিনি জানান, এই ঘটনার যৌথ তদন্ত করছে উপকূলরক্ষী বাহিনী, কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরো, পুলিশ, শুল্ক, নৌসেনা সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা। এই মর্মে রবিবার একটি বিশেষ বৈঠকও ডাকা হয় পোরবন্দর স্পেশাল অপারেশন্স গ্রুপের তরফে।


[embed]https://twitter.com/ANI_news/status/891565012413685760[/embed]