নয়াদিল্লি: দাপট অব্যাহত কলকাতার। রাজ্যে এবারও আইসিএসই বা আইএসসি- সর্বভারতীয় দু’টি পরীক্ষায় ছেলেদের তুলনায় দাপট অব্যাহত মেয়েদের।
আইসিএসই-তে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৬৮ হাজার ৫৯১৷ অন্যদিকে আইএসসি পরীক্ষায় বসেছিলেন ৭২ হাজার ৬৯ জন পরীক্ষার্থী৷ যার মধ্যে আইসিএসই-তে এরাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩১ হাজার ২৫১৷ আইএসসিতে ছিল ২১ হাজার ২১৫৷ আইসিএসই-এ পাস করেছেন এ রাজ্যের ৯৮.০৫ শতাংশ পরীক্ষার্থী৷ আইএসসি-তে পাসের হার ৯৫.৯৫ শতাংশ৷ দু’টি পরীক্ষাতেই ফল কিছুটা ভাল হয়েছে গত বছরের তুলনায়।
এবারও ছেলেদের তুলনায় ভাল ফল করেছে মেয়েরা৷ আইসিএসইতে রাজ্যে মেয়েদের পাসের হার ৯৮.৩৪ শতাংশ, ছেলেদের পাসের হার ৯৭.৮৪ শতাংশ৷ অন্যদিকে, আইএসসি-তে পাস করেছে ৯৭.৭৪শতাংশ মেয়ে৷ ছেলেদের পাসের হার ৯৪.৪৭৷
আইসিএসই পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে তুলনামূলক খারাপ হয়েছে অঙ্ক ও অর্থনীতিতে ফল। যেখানে ইংরেজিতে পাসেৰ হার ৯৯.৮৪ শতাংশ, বাংলা ও হিন্দিতে ৯৯.৯৫ শতাংশ, সেখানে অঙ্কে পাসের হার ৯৬.৭৭ শতাংশ, অর্থনীতি ৯৬.৪৮ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে।
অন্যদিকে, আইএসসি-তে সর্বভারতীয় ক্ষেত্রে ইংরেজিতে পাসের পার ৯৯.৪৮, বাংলায় ৯৯.৯০, হিন্দিতে ৯৯.৭৮। আইএসসি-তেও ফল তুলনামূলক খারাপ হয়েছে অর্থনীতি ও অঙ্কে। অর্থনীতিতে পাসের হার ৮৬.৪৭ এবং অঙ্কে ৯২.৪৮।