নয়াদিল্লি: আইডিয়া সেলুলার তাদের VoLTE (ভয়েস ওভার এলটিই) পরিষেবা ভারতের সাধারণ গ্রাহকদের জন্য চালু করল। আজ এই পরিষেবা ছয়টি সার্কেলে চালু হচ্ছে। আগামী সপ্তাহগুলিতে সারা দেশের বাকি রাজ্যগুলিতেও চালু করা হবে।এই পরিষেবা শুরু উপলক্ষ্যে আইডিয়া তাদের গ্রাহকদের ১০ জিবি ডেটা ফ্রি দিচ্ছে। গ্রাহকরা প্রথম VoLTE কল করে এই ডেটা পেতে পারেন।
দেশের চতুর্থ কোম্পানি হিসেবে গ্রাহকদের কাছে VoLTE পরিষেবা পৌঁছে দিল আইডিয়া। ২০১৬-তে জিও-র যাত্রা শুরুর সময় একমাত্র কোম্পানি হিসেবে VoLTE পরিষেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিয়েছিল। এর ফলে লাভবানও হয় জিও। জিও-র পর এয়ারটেল এই পরিষেবা চালু করে।
প্রথম পর্বে আইডিয়া মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গোয়া, গুজরাত, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, চন্ডীগড় ও তেলেঙ্গানায় VoLTE পরিষেবা চালু করেছে। প্রথম VoLTE কলে গ্রাহকদের ১০ জিবি ফ্রি ডেটা পাওয়া যাবে। কলের ৪৮ ঘন্টা পরে এই ডেটা পাওয়া যাবে। VoLTE কলের জন্য গ্রাহকদের বর্তমান ট্যারিফ অনুযায়ীই অর্থ দিতে হবে।