চেন্নাই: নোট বাতিলের ফলে যখন সারা দেশে নগদের হাহাকার, ঠিক এমন সময়ে নতুন ২ হাজার টাকার নোট দিয়ে দেবী মূর্তির আরাধনা হল। প্রার্থনা একটাই— যেন আবার নোটের আকাল না দেখা যায়!


খবরে প্রকাশ, তামিলনাড়ুর কোয়েম্বত্তুর জেলার একটি ছোট্ট গ্রামের মন্দিরের বিগ্রহ মা কালি আম্মানকে নববর্ষের দিন ২ হাজার টাকার নোটে সাজিয়ে তোলা হয়। ব্যবহৃত নোটের মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা ছিল বলে জানা গিয়েছে।


স্থানীয় মানুষ বছরের প্রথম দিন বিশাল সংখ্যায় মন্দিরে হাজির হয়ে প্রার্থনা জানান। মন্দিরের পূজারী কৃষ্ণমূর্তি জানান, এবছর নোটের আকাল সত্ত্বেও মন্দির সাজানো হয়, নতুন ২০০০ টাকার নোট দিয়ে বিগ্রহটিও সাজিয়ে তোলা হয়।


[embed]

আর এই অভিনব সাজানোর নেপথ্যে দেবীর কাছে সকলের একটাই প্রার্থনা ছিল—আবার যেন নোটের আকাল না দেখা যায়। এমনটাই জানান কৃষ্ণমূর্তি। এক ভক্তও জানান, নোট বাতিলের পর থেকে দেশে নগদের আকাল দেখা দিয়েছে। এর পুনরাবৃত্তি রুখতেই বিগ্রহকে নোট দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে।


গত ৮ নভেম্বর, পুরনো ৫০০ ও এক হাজার টাকার নোট বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে বলে রাখা প্রয়োজন, ১৯৯৪ সালে ১ টাকার নোট ছাপানো বন্ধ করে কেন্দ্র। ২০ বছর পর ফের ১ টাকার নোট বাজারে ছাড়া শুরু হয়।