কোনও তরুণ যদি কন্ডোম কিনতে চান, তাঁকে আধার নম্বর জানাতে হবে কেন, প্রশ্ন চিদম্বরমের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Dec 2017 12:41 PM (IST)
মুম্বই: আধার নম্বরের সঙ্গে সম্ভব অসম্ভব সমস্ত কিছুর সংযুক্তিকরণে উঠে পড়ে লেগেছে কেন্দ্র। এ বিরুদ্ধে যে যাই যুক্তি দেখান, তারা স্রেফ কালা সেজে রয়েছে। বম্বে আইআইটির বার্ষিক সমাবেশে এই অভিযোগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর বক্তব্য, সমস্ত লেনদেনের সঙ্গে আধার সংযুক্তিকরণের ফলে বিরাট সমস্যা হতে পারে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে উদার গণতন্ত্র ও মুক্ত সমাজ সংক্রান্ত চিন্তা। এখানেই থেমে থাকেননি চিদম্বরম। আরও এগিয়ে তিনি বলেন, যদি কোনও তরুণ তরুণী নিজেদের মত করে একটা দিন কাটাতে চান, তাঁরা যদি বিবাহিত নাও হন, তাতে ক্ষতিটা কী? যদি কোনও তরুণ কন্ডোম কিনতে চান, তাহলে তাঁকে নিজের আধার নম্বর বা পরিচয় জানাতে হবে কেন? সরকার কেন জানতে চাইবে আমি কি ওষুধ কিনব, কোন সিনেমা দেখব, কোন হোটেলে থাকব, কারা আমার বন্ধু হবে? তিনি যদি সরকারে থাকতেন, তাহলে নাগরিকদের ব্যক্তিগত ব্যাপারে উঁকিঝুঁকি দেওয়ার লোভ সংবরণ করতেন তিনি। যদিও এর জবাব দেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। তিনি বলেন, চিদম্বরমের সঙ্গে তিনি একমত নন, তিনি যে সব জিনিসের কথা বললেন, সবই গুগলে কিনতে পাওয়া যায়। চিদম্বরম জানিয়েছেন, তিনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও আধার সংযুক্তিকরণ করেননি। ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে এ বিষয়ে আবার শুনানি শুরু হবে, ততদিন পর্যন্ত যাবতীয় সংযুক্তিকরণ বন্ধ রাখার জন্যও তিনি আবেদন করেছেন।