শ্রীনগর: সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারা বাতিল করা হলে জম্মু ও কাশ্মীরে আর দেখা যাবে না ভারতের পতাকা। এমনই মন্তব্য করলেন ন্যাশনাল কনফারেন্সের বিধায়ক জাভেদ রানা। তিনি বলেছেন, ‘৩৫ এ ধারায় যদি কোনওরকম বদল করা হয় এবং ৩৭০ ধারা বাতিল করা হয়, তাহলে কাশ্মীরে ভারতীয় পতাকা দেখা যাবে না।’ ওমর আবদুল্লার দলের নেতার এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে।
১৯৫৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের নির্দেশে সংবিধানে ৩৭০ ধারা যুক্ত করা হয়। এই ধারা অনুসারে, জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা বিশেষ সুবিধা ভোগ করেন। এছাড়া এই রাজ্যের বিধানসভায় যে কোনও আইন পাশ করানো যায়। এই আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যায় না। অন্য রাজ্যের বাসিন্দারা জম্মু ও কাশ্মীরে কোনও অস্থাবর সম্পত্তি কিনতে পারেন না, সরকারি চাকরি পান না এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও পান না। এই ধারাই বজায় রাখার পক্ষে সওয়াল করেছেন ন্যাশনাল কনফারেন্স বিধায়ক।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
৩৭০ ও ৩৫ এ ধারা বাতিল হলে কাশ্মীরে আর দেখা যাবে না ভারতের পতাকা, দাবি ন্যাশনাল কনফারেন্স বিধায়ক জাভেদ রানার
Web Desk, ABP Ananda
Updated at:
01 Aug 2018 07:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -