চেন্নাই: বিবাহিত দম্পতি যদি নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে ডিভোর্স চান, তাহলে তাতে আদালতের নাক গলানোর অধিকার নেই। কেন তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন তা জানার জন্য আদালত জোরাজুরি করতে পারে না। বলল মাদ্রাজ হাইকোর্ট। বিচারপতি কে কে শশীধরণ ও বিচারপতি এন গোকুলদাসের বেঞ্চ জানিয়েছে, আদালত ফ্যাক্ট ফাইন্ডিং অথরিটির মত কাজ করতে পারে না। স্বামী স্ত্রী যদি ব্যর্থ দাম্পত্যের বোঝা আর বইতে না চান, আদালতের উচিত তাঁদের সেন্টিমেন্টকে সম্মান করে ডিভোর্স দিয়ে দেওয়া। তাঁদের যৌথ সিদ্ধান্তকে প্রশ্ন করার অধিকার আদালতের নেই।

তামিলনাড়ুর তিরুনেলভেলির একটি আদালত ১ বছরের বেশি ধরে পৃথক থাকা এক দম্পতির বিচ্ছিন্ন হওয়ার যৌথ আবেদনপত্র অগ্রাহ্য করায় তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন। কেন তাঁরা ডিভোর্স চাইছেন, তার কারণ না জানানোয় স্থানীয় আদালত গ্রাহ্য করেনি তাঁদের আবেদন। তার শুনানিতেই হাইকোর্ট বলেছে, স্বামী স্ত্রী যখন বুঝতে পারছেন, তাঁদের পক্ষে একসঙ্গে থাকা সম্ভব নয়, শান্তিপূর্ণভাবে তাঁরা যখন ছাড়াছাড়ি করতে চাইছেন, তখন পরিস্থিতি আরও জটিল করে তোলার বদলে আদালতকে ডিভোর্স মেনে নিতে হবে। দু’পক্ষেরই সম্মতি থাকলে অশান্তির কারণ খোঁজার বদলে ডিভোর্স মেনে নিয়ে তাঁদের ইচ্ছেকে সম্মান জানাক আদালত।