গতকালই কমল হাসান বলেছেন যে, দক্ষিণপন্থী সংগঠনগুলি হিন্দু সন্ত্রাস অস্বীকার করতে পারে না। একটি তামিল পত্রিকায় তিনি লেখেন দক্ষিণপন্থীরা হিন্দু জঙ্গির অস্তিত্ব অস্বীকার করতে পারে না কারণ সন্ত্রাসবাদ তাদের ক্যাম্পেও পৌঁছে গিয়েছে। তাঁর কথায়, হিন্দুরা সত্যমেব জয়তের ওপর আস্থা হারিয়ে ফেলছে, তারাও এখন বিশ্বাস করে গায়ের জোরে অধিকার ছিনিয়ে নেওয়ায়। আগে হিন্দুরা হিংসায় হাত রাঙাত না। তারা বিরোধীদের সঙ্গে আলোচনা করত। কিন্তু এখন তারাও হিংসার আশ্রয় নিয়েছে।
বিজেপি কমল হাসানের ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। কমল হাসান তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে-র প্রতিষ্ঠাতা এমজিআর হওয়ার খোয়াব দেখছেন বলেও কটাক্ষ করেছে বিজেপি।
কমল হাসানের এই মন্তব্য সমর্থন করেছেন প্রকাশ রাজ। ‘টু হুম ইট মে কনসার্ন’ শিরোণামে একটি পোস্টে ৫২ বছরের প্রকাশ রাজ লিখেছেন, ‘যদি আমার দেশের রাস্তায় তরুণ যুগলদের নৈতিকতার নামে গালাগালি, মারধর সন্ত্রস্ত করে তোলা না হয়...গো হত্যার সামান্যতম সন্দেহেও আইন হাতে তুলে নিয়ে কাউকে পেটানো যদি সন্ত্রস্ত করা না হয়...সামান্যতম বিরোধিতা করা হলে যদি গালাগালি, হুমকি দেওয়া সন্ত্রস্ত করা না হয়, তাহলে সন্ত্রস্ত করা কাকে বলে..শুধুমাত্র জানতে চাইছি’।