সে ব্যাপারে মুখ খুলেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মী দৌলতরাম যোগাওয়াত। তিনি জানিয়েছেন, অসুস্থতার কারণে তাঁর ওজন এখন ১৮০ কেজি। ১৯৯৩-এ গলব্লাডার অপারেশন হয় তাঁর। তখন থেকে ইনসুলিন ইমব্যালান্সের জেরে তাঁর এই চেহারা হয়েছে, অতিরিক্ত খাওয়াদাওয়ার জন্য নয়।
শোভা দের মন্তব্যে আহত পুলিশকর্মীর মন্তব্য, চাইলে ম্যাডাম তাঁর চিকিৎসার খরচ দিতে পারেন। কে চায় না রোগা হতে?
তবে শোভার মন্তব্য ভালভাবে নেয়নি মুম্বই পুলিশ। সঙ্গে সঙ্গে তারা টুইটে জবাব দেয়
যোগাওয়াত মধ্যপ্রদেশ পুলিশের কর্মী। তিনি নীমাঞ্চ পুলিশ লাইনে কর্মরত। নীমাঞ্চের পুলিশ সুপার জানিয়েছেন, মোটা হলেও যোগাওয়াত অত্যন্ত কর্মক্ষম, কাজে নিবেদিতপ্রাণ। তাঁর তদন্ত বহুবার আদালতে প্রশংসিত হয়েছে। উজ্জ্বয়িনীর সিংহস্থ কুম্ভর সময়েও রীতিমত ভাল কাজ করেছেন তিনি।