জম্মু: প্রয়োজন হলে অভিনেত্রী জায়রা ওয়াসিমকে নিরাপত্তা দেওয়া হবে এমনটাই আশ্বাস দিল কেন্দ্র।


বুধবার, কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিংহ জানান, গোটা ঘটনাবলির ওপর তীক্ষ্ণ নজর রেখে চলেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। যা যা পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন, তা নেওয়া হবে। তিনি যোগ করেন, তেমন হলে তারা জায়রাকে নিরাপত্তাও প্রদান করবে।


মন্ত্রীর মতে, যে সকল যুবক-যুবতী দেশের মুখ উজ্জ্বল করেন, তাঁদের প্রতিভাকে প্রশংসা এবং উৎসাহ প্রদান করা উচিত। দেশের যে কোনও প্রান্তের যুবা, বিশেষকরে জম্মু ও কাশ্মীরের যুবা, যাঁরা সন্ত্রাসের কালো ছায়ার মধ্যে বড় হয়ে উঠেছেন, তাঁরা নিজেদের প্রতিভা মেলে ধরে, তাহলে সমাজের উচিত তাকে উৎসাহিত করা।


আমির খান অভিনীত ‘দঙ্গল’ ছবিতে গীতা ফোগতের চরিত্রে অভিনয় করে লাইমলাইটে চলে আসেন ১৬ বছরের জায়রা। সম্প্রতি, তিনি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে সাক্ষাৎ করেন। যার জেরে সোশ্যাল মিডিয়ায় তাঁকে সমালোচনার সম্মুখীন হতে হয়।


এই প্রেক্ষিতে মানুষের ভাবাবেগকে ‘আঘাত’ করার জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চান। যদিও পরে সেই পোস্ট মুছে দেন। পরে, আরেকটি পোস্ট করে তিনি সকলকে অনুরোধ করেন, বিষয়টি নিয়ে বেশি জলঘোলা না করার জন্য। সেই পোস্টটিও আবার পরবর্তীকালে মুছে দেন জায়রা।