রাজনাথ বলেছেন, পাকিস্তানের যৌথ তদন্ত দল যখন পঠানকোট হামলার তদন্তে ভারতে আসার প্রস্তাব দিয়েছিল তখন দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছিল যে, পাক দলের ভারত সফরের পর এনএআইএ-র একটি দল তদন্তের কাজে পাকিস্তানে যাবে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু এখনও পাকিস্তান এনআইএ-র সফরের অনুমতি দেয়নি। যদি এনআইএ-কে পাকিস্তানে যাওয়ার অনুমতি না দেওয়া হয়, তাহলে তা হবে ভারতের প্রতি বড়সড় বিশ্বাসঘাতকতা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআইএ দলকে সেদেশে সফরের অনুমতি দিয়ে পাকিস্তানের প্রমাণ দেওয়া উচিত যে, তারা সন্ত্রাসবাদকে সমর্থন করে না।
দিল্লিতে বিশিষ্ট ব্যক্তি ও বুদ্ধিজীবীদের এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে রাজনাথ জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ নিয়ে প্রতিবেশী দেশকে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর কখনোই কোনও ইস্যু ছিল না। এক্ষেত্রে ইস্যু হল পাক-অধিকৃত কাশ্মীর।