সেদিনই মেহবুবা ট্যুইট করেন, ১৯৪৭ থেকেই কাশ্মীরকে কেবলমাত্র নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেই দেখেছে সব সরকার। কিন্তু কাশ্মীর একটি রাজনৈতিক সমস্যা, যার রাজনৈতিক সমাধান দরকার, পাকিস্তান সহ তার সংশ্লিষ্ট সব পক্ষকে যুক্ত করে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিংস্র বলপ্রয়োগের মাধ্যমে দ্রুত সমাধানের যে আশা করছেন, সেটা হাস্যকর, অবাস্তব।
এরপরই আসরে নেমে ক্রিকেটের ময়দান থেকে বিজেপিতে যোগ দিয়ে প্রথম লোকসভা ভোটেই দিল্লি থেকে নির্বাচিত গম্ভীর ট্যুইট করেন, আমি কাশ্মীর সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে মেটানোর পক্ষপাতী হলেও মেহবুবা মুফতির অমিত শাহের পন্থা-পদ্ধতিকে ‘হিংস্র’ আখ্যা দেওয়াকে ‘হাস্যকর’, ‘অপরিণত’ বলে মনে করি। আমরা যে ধৈর্য্য, সহনশীলতা দেখিয়েছি, ইতিহাস তার সাক্ষী। কিন্তু অত্যাচারের রাস্তায় আমার দেশবাসীর নিরাপত্তা সুনিশ্চিত হলে সেটাই কাম্য।