নয়াদিল্লি: ভারত-পাকিস্তান সম্পর্কের ব্যাপারে এশিয়ান গেমসে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়ার নজির টানলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। নীরজের পাশে পুরস্কার গ্রহণের মঞ্চে দাঁড়িয়েছিলেন চিনা ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী। খেলার স্পিরিট দেখিয়ে তিনি ব্রোঞ্জজয়ী পাকিস্তানি আরশাদ নঈমের সঙ্গে হাত মেলান। সেই ভিডিও ভাইরাল হওয়ায় ব্যাপক প্রশংসা পান নীরজ। বুধবার সেনার তরফে এশিয়ান গেমসে পদকজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে রাওয়াতকে প্রশ্ন করা হয়, ভারত-পাক সীমান্তেও কি এমন প্রকৃত ‘খেলোয়াড়ি মানসিকতা’ দেখানো যায় না। তিনি বলেন, পাকিস্তানকেই প্রথম পদক্ষেপ করতে হবে। ওরা সন্ত্রাস বন্ধ করুক, তাহলে আমরাও নীরজ চোপড়ার মতো হব।
কাশ্মীরে ২০১৭-র পরিস্থিতি তার আগের বছরের তুলনায় ভাল ছিল, আবার ২০১৮-য় আরও উন্নতি হয়েছে বলেও দাবি করেন সেনাপ্রধান। বলেন, সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়ছে বলে মিডিয়ায় তথ্য পরিসংখ্যান আসছে, কিন্তু ঘটনা হল, গত ১-২ মাসে মগজ ধোলাইয়ের পর অস্ত্র হাতে তুলে নেওয়া স্থানীয় ছেলেরা নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হয় মরছে, বা গ্রেফতার হচ্ছে বা আত্মসমর্পণ করছে। নিরাপত্তাবাহিনীর এই তত্পরতা অব্যাহত থাকবে। কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি, যুবকদের ও তাদের পরিবারের মধ্যেও এই ধারণা তৈরি হয়েছে যে, এটা ঠিক রাস্তা নয়। নানা জায়গায় দেখি, মায়েরাই ছেলেদের ঘরে ফিরে আসার আবেদন করছেন। এটা চলতে থাকলে একদিন সন্ত্রাসবাদের সমস্যা মেটাতে আমরা সফল হব বলে আমার বিশ্বাস। ধীরে ধীরে চরমপন্থায় বিশ্বাসী ছেলেরাও বাড়ি ফিরে আসবে।