ভোপাল: কেন্দ্রের নোট বাতিলের ঘোষণার পর এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য মধ্যপ্রদেশে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্যের জন্য দুজনকে গ্রেফতার করা হয়েছে। ইন্দওরে সোশ্যাল মিডিয়ায় নোট বাতিল নিয়ে বিরূপ মন্তব্য করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ছত্তরপুর জেলার বাসিন্দা অভিষেক মিশ্র গত ১১ নভেম্বর একটি ওয়েবসাইটে নোট বাতিলের ঘোষণার পর ডিগিতে নোট ভর্তিএকটি গাড়ি ও তার সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি পোস্ট করেন। সঙ্গে কিছু মন্তব্যও করেন। এজন্য রাজ্য পুলিশের সাইবার সেল তাঁকে গ্রেফতার করে।
এর আগে অভিষেক প্রধানমন্ত্রী মোদী ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সম্পর্কে কয়েকটি মন্তব্য পোস্ট করেছিলেন। সাইবার সেলের ইন্সপেক্টর রবিকান্ত ডহরিয়া মঙ্গলবার বলেছেন, নোট বাতিলের পর অভিষেক মিশ্রর পোস্ট করা কিছু মন্তব্য ও ছবির জন্য তাঁর বিরুদ্ধে ৬৬ সি ধারায় মামলা রুজু করে তাঁকে গ্রেফতার করা হয়। ওই মামলা জামিন যোগ্য হওয়ায় পরে তিনি ছাড়া পেয়ে যান।
অন্যদিকে মোরেনা জেলায় আসলাম খান নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিকর ছবি পোস্ট করেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে বানমোর থানায় স্থানীয় এক বিজেপি নেতা অভিযোগ দায়ের করেন। থানার আধিকারিক বলরাম সিংহ যাদব জানিয়েছেন, গত বুধবার অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই দিনই আসলাম খানকে গ্রেফতার করা হয়।
ইন্দওরের কালেক্টর পি নরহরি ১৪ নভেম্বর এক নির্দেশ জারি করে জেলার মধ্যে নোট বাতিল সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কোনও আপত্তিকর মন্তব্য করা নিষিদ্ধ করেন। ওই নির্দেশে বলা হয়, ইন্দওরে নোট বাতিল বা ওই সম্পর্কে কোনও আপত্তিজনক বা উত্তেজনাপূর্ণ ফটো, মেসেজ করা করা, সেগুলিকে ফরোয়ার্ড করা এবং সেগুলি ট্যুইটার, ফেসবুক, হোয়াটস্যাপের মতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা লাইক করা যাবে না।
নোট বাতিল: মধ্যপ্রদেশে সোশ্যাল মিডিয়ায় কন্ঠরোধের অভিযোগ, ইতিমধ্যেই গ্রেফতার দুই
ABP Ananda, web desk
Updated at:
29 Nov 2016 09:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -