বেঙ্গালুরু: কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের বুথে আসার বিষয়ে উৎসাহ দেওয়ার জন্য রাহুল দ্রাবিড়কে অ্যাম্বাসাডার ও আইকন নির্বাচিত করল রাজ্য নির্বাচন কমিশন। ৩০ সেকেন্ডের একটি ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যের মানুষকে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তিনি বলেছেন, ‘আপনারা সবাই ভোট দিলে গণতন্ত্রের জয় হবে। ক্রিকেটে সব খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। সবাই ভাল খেললে তবেই আমরা জিততে পারি। একইভাবে গণতন্ত্রেও সবাই গুরুত্বপূর্ণ। আমি ভোট দিই। আপনারাও ভোট দিন। আসুন, সবাই মিলে ন্যায্য ম্যাচ খেলি। নৈতিক নির্বাচনের পক্ষে থাকুন।’
কর্ণাটকে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ১২ মে। নির্বাচন কমিশন সূত্রে খবর, তার আগে টেলিভিশন চ্যানেলগুলিতে দ্রাবিড়ের এই বার্তা প্রচার করা হবে। রাজ্যজুড়ে পোস্টার, হোর্ডিও লাগানো হবে।
এর আগে বেঙ্গালুরুর ট্র্যাফিক পুলিশেরও অ্যাম্বাসাডার হন দ্রাবিড়। তিনি তখন বার্তা দেন, ‘রাস্তায় গুগলির চেষ্টা করবেন না।’ এই বার্তা তরুণ বাইক আরোহীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়। ভোটারদের মধ্যেও দ্রাবিড়ের বার্তা জনপ্রিয় হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।
আপনারা ভোট দিলে গণতন্ত্রের জয় হবে, কর্ণাটকের মানুষকে বার্তা দ্রাবিড়ের
Web Desk, ABP Ananda
Updated at:
29 Mar 2018 10:31 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -