নয়াদিল্লি: বিজেপির ‘ম্যায় ভি চৌকিদার’ প্রচারকে পাল্টা খোঁচা দিয়ে অরবিন্দ কেজরিবাল বললেন, যাঁরা চান, সন্তান বড় হয়ে ‘চৌকিদার’ হোক, তাঁদের অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দেওয়া উচিত। আর যদি তাঁরা চান, সন্তানরা ভাল শিক্ষাদীক্ষা পাবে, তাঁদের অবশ্যই আম আদমি পার্টি (আপ)-কে ভোট দিতে হবে। হিন্দিতে ট্যুইট করে তিনি বলেন, মোদি চান, সারা দেশ ‘চৌকিদার’ হওয়ার চেষ্টা করুক। মানুষ যদি সন্তানদের চৌকিদার বানাতে চায়, তবে মোদিকে ভোট দিন, কিন্তু যদি চান, বাচ্চাকাচ্চারা ভাল পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইনজীবী হবে, তবে তাঁদের উচিত আপ-কে ভোট দেওয়া।





গত শনিবার মোদি তাঁর সমর্থক, অনুগামীদের ‘ম্যায় ভি চৌকিদার’ শপথ নেওয়ার ডাক দেন, দুর্নীতি ও সামাজিক ব্যাধি মোকাবিলায় তিনি একা নন বলে দাবি করেন। তারপর থেকে বিজেপি ‘আমিও চৌকিদার’ প্রচার কর্মসূচি জোরদার করেছে। প্রধানমন্ত্রী, দলীয় নেতা, মন্ত্রীরা, বিজেপি সভাপতি অমিত শাহ-সকলেই নিজের ট্যুইটার প্রোফাইলে ‘চৌকিদার’ শব্দটি জুড়ে দিয়েছেন।