মুম্বই: ‘মেসেঞ্জার অফ গড’ ছবির নায়ক গুরমিত রাম রহিম সিংহের সদস্যপদ বাতিল করে দিল চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালকদের সংগঠন (আইএফটিডিএ)। ডেরা সচ্চা সৌদা প্রধান ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০ বছরের কারাদণ্ডের সাজা পাওয়ার পরেই রাম রহিমের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইএফটিডিএ-র আহ্বায়ক অশোক পণ্ডিত। তিনি বলেছেন, ‘আমাদের সংগঠনে গুণ্ডা, খুনি, ধর্ষকদের কোনও জায়গা নেই। রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পরেই আমরা তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা নির্যাতিতা ও বিচার বিভাগের পাশে আছি। রাম রহিমের সদস্যপদ বাতি করা হয়েছে। তাকে আর চলচ্চিত্র ও টিভি শিল্পে কাজ করতে দেওয়া হবে না।’
‘রকস্টার বাবা’ রাম রহিম পাঁচটি ছবি করেছেন। প্রতিটি ছবিতেই তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তাঁর পালিতা কন্যা হানিপ্রীতও ছবিতে অভিনয় করেছেন। তাঁরও সদস্যপদ বাতিল করেছে আইএফটিডিএ।
রাম রহিমের সদস্যপদ বাতিল করল চলচ্চিত্র ও টিভি পরিচালকের সংগঠন
Web Desk, ABP Ananda
Updated at:
02 Sep 2017 05:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -