নয়াদিল্লি: হ্যাক করা হয়েছে দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের (আইজিআইএ) টুইটার অ্যাকাউন্ট। বুধবার, সকাল ১১টা নাগাদ বিমানবন্দরের টুইটার পেজে একটি অবমাননাকর লেখা পোস্ট করা হয়। অভিযোগ, ওই পোস্টে কুরুচিকর ভাষা প্রয়োগ করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করা হয়। পাশাপাশি, বিজেপির প্রশংসাও করা হয় বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই, ১০ মিনিটের মধ্যে পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। একইসঙ্গে সংস্থার তরফে ক্ষমাপ্রার্থনাও চাওয়া হয়। এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্তও শুরু করেছে সংস্থা।
[embed]https://twitter.com/Delhi_Airport/status/889796065024593920[/embed]দিল্লি বিমানবন্দরের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড
Web Desk, ABP Ananda | 26 Jul 2017 04:44 PM (IST)