চেন্নাই: ২০১৮ সাল থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি-তে ভর্তির পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, অনলাইন পদ্ধতিতে পড়ুয়াদের নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে গিয়ে কম্পিউটারে পরীক্ষা দিতে হবে।
এখনও পর্যন্ত অপটিক্যাল মার্ক রিডিং বা ওএমআর শিটে পড়ুয়াদের পরীক্ষা দিতে হয়। তবে আগামী বছর থেকে এই ব্যবস্থা আর থাকছে না। এর আগে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে জয়েন্ট এন্ট্রান্সের মেইন পরীক্ষা অনলাইনে চালু করার কথা ঘোষণা করেছিল। এবার আইআইটি প্রবেশিকা পরীক্ষাও অনলাইনে হয়ে যাচ্ছে।
জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের চেয়ারম্যান ভাস্কর রামমূর্তি বলেছেন, ‘২০১৮ থেকে জেইই অ্যাডভান্সড পরীক্ষা অনলাইনে নেওয়া হবে। এই পরীক্ষার বিষয়ে যথাসময়ে পরবর্তী তথ্য প্রদান করা হবে।’ জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের এক সদস্য বলেছেন, পরীক্ষাকেন্দ্রে যাতায়াত এবং মূল্যায়নের সুবিধার্থেই অনলাইনে জেইই অ্যাডভান্সড পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা দরকার ছিল। সেই কারণেই আগামী বছর থেকে অনলাইনে পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী বছর থেকে আইআইটি প্রবেশিকা পরীক্ষা অনলাইনে
Web Desk, ABP Ananda
Updated at:
21 Aug 2017 10:10 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -