নয়াদিল্লি: বার্ষিক ফি বাড়াতে চলেছে আইআইটি-গুলি। আসন্ন শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্র্যাজুয়েট কোর্সের পড়ুয়াদের বার্ষিক ফি ৯০ হাজার থেকে বেড়ে ২ লক্ষ টাকা হচ্ছে আইআইটি-তে। অর্থাত দ্বিগুণের বেশি বাড়ছে।
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের কর্তাব্যক্তিরা জানিয়েছেন, আইআইটি প্যানেলের প্রস্তাব মেনেই এক লাফে অনেকটা ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক।
তবে কোনও ফি-ই দিতে হবে না তফসিলি জাতি ও উপজাতি গোষ্ঠীর ছেলেমেয়ে, শারীরিক প্রতিবন্ধী ও গরিব পড়ুয়াদের। ১০০ শতাংশ ছাড় অর্থাত্ ফি দেওয়া থেকে রেহাই পাবে বার্ষিক আয় ১ লাখ টাকারও কম, এমন পরিবারের ছেলেমেয়েরা।
প্রসঙ্গত, গত মাসেই আইআইটি-র প্রাক-স্নাতক কোর্সের বার্ষিক ফি তিনগুণ বৃদ্ধির উদ্যোগে সায় দেয় আইআইটি কাউন্সিলের স্ট্যান্ডিং কাউন্সিল।
আইআইটি-র বার্ষিক ফি দ্বিগুণের বেশি বাড়ছে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Apr 2016 10:01 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -