কলকাতা:  এবার থেকে আইআইটি এবং আইআইএসসি বেঙ্গালুরু থেকে পিএইচডি করলে গবেষকরা মাসিক ভাতা পঁচিশ হাজারের বদলে ৭০ হাজার করে পাবেন। গতকাল ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি খড়্গপুরের ৬৭ তম প্রতিষ্ঠা দিবসে এসে এই কথা ঘোষণা করেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা মন্ত্রকের সেক্রেটারি কেওয়াল কুমার শর্মা। পাঁচ বছরের জন্যে ফেলোশিপ দেবে কেন্দ্রীয় সরকার।


কেওয়াল কুমার শর্মা এক সাক্ষাত্কারে জানিয়েছেন, আইআইটি, এনআইটি, আইআইআইটি থেকে পাস করার পর যদি কেউ আইআইটি বা আইআইএসসি বেঙ্গালুরু থেকে পিএইচডি করেন, তাহলে তাঁরা এবার থেকে পাঁচ বছরের জন্যে প্রতিমাসে সত্তোর হাজার করে ভাতা পাবেন।

বর্তমানে, আইআইটি থেকে পিএইচডি করছেন যাঁরা, তাঁরা গবেষণার প্রথম দুবছর মাসিক পঁচিশ হাজার করে ভাতা পান। দুবছর পর, যদি তাঁদের প্রেজেন্টেশনে সন্তোষজনক ফিডব্যাক আসে, তাহলে পরবর্তী তিন বছরের জন্যে বৃত্তির পরিমাণ বাড়িয়ে ২৮ হাজার করে দেওয়া হয়।

এইমুহূর্তে দেশে ২৩টি আইআইটি রয়েছে এবং বেঙ্গালুরুতে রয়েছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স। প্রসঙ্গত, এবছর মার্চে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। সেখানে তরুণ প্রজন্মের মধ্যে উচ্চশিক্ষার আগ্রহ বাড়ানোর জন্যে এবং মেধাকে দেশে রেখে দেওয়ার জন্যে, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক একটি রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টেই প্রস্তাব দেওয়া হয়, প্রধানমন্ত্রী রিসার্চ ফেলোশিপের আওতায় যাঁরা গবেষণা করছেন, তাঁদের মাসিক ৭৫ হাজার করে ভাতা দেওয়ার। মূলত মেধাকে দেশের মধ্যে আটকে রাখার জন্যেই কেন্দ্রের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। আপাতত এই সংক্রান্ত প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদনের জন্যে পাঠানো হয়েছে। কেওল কুমার শর্মার দাবি, হয়তো আগামী বছরই সেটা চালু হয়ে যাবে।