বছরে দেড় কোটি টাকার চাকরির প্রস্তাব পেলেন আইআইটি কানপুরের পড়ুয়া
ABP Ananda, web desk | 04 Dec 2016 09:48 AM (IST)
লখনউ: মাইক্রোসফটের কাছ থেকে মোটা অঙ্কের চাকরির প্রস্তাব পেলেন আইআইটি কানপুরের এক পড়ুয়া। বছরে মাইনে দেড় কোটি টাকা। এত বেশি টাকার চাকরির প্রস্তাব আইআইটি কানপুরের ইতিহাসে এই প্রথম। মাইক্রোসফটের সদরদফতর রেডমন্ডে ওই পড়ুয়াকে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেখানে তিনি একটি সফটওয়্যার তৈরি করে তা রূপায়ণ করবেন। সূত্রের খবর, বেস পে হিসেবে বছরে ৯৪ লক্ষ টাকা এবং রিলোকেশন, মেডিক্যাল, ভিসা চার্জ ও স্টক ওনারশিপ অপশনের জন্য ৭০ হাজার ডলার প্রস্তাব ওই পড়ুয়াকে দেওয়া হয়েছে।বার্ষিক ও জয়েনিং বোনাস সহ সামগ্রিকভাবে বছরে দেড় কোটি টাকার প্যাকেজ। গত বছর প্রতিষ্ঠানের এক পড়ুয়া সর্বোচ্চ ৯৩ লক্ষ টাকা বেস পে-র প্রস্তাব পেয়েছিলেন। এই প্রস্তাব পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়া প্রথমে তাঁর সহপাঠীদের তা জানান। ওই পড়ুয়া অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক। উল্লেখ্য, আইআইটি কানপুরে এ বছর প্লেসমেন্টের জন্য ২০০ কোম্পানিকে তালিকাভূক্ত করা হয়েছে। গত বছর ক্যাম্পাসে এসেছিল ২৮০ টি কোম্পানি।