কানপুর: আইআইটি কানপুরে পোস্ট ডক্টরেটের তৃতীয় বর্ষের এক দলিত পড়ুয়ার আত্মহত্যা। বুধবার হোস্টেলের ঘর থেকে ওই পড়ুয়ার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পড়ুয়ার নাম ভীম সিংহ, জানিয়েছেন পুলিশের সিনিয়র সুরিন্টেন্ডেন্ট অখিলেশ কুমার। মঙ্গলবারই তাঁকে শেষ দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে।
দলিত ওই পড়ুয়ার আত্মহত্যার কারণ এখনও পুলিশের কাছে পরিস্কার নয়। ছেলেটির ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হলেও, সেটা টুকরো টুকরো করে ছেঁড়া ছিল। আইআইটি কানপুরের ডেপুটি ডিরেক্টর মনীন্দ্র অগ্রবাল জানিয়েছেন, ছেলেটির ঘর থেকে একটি চিঠিও উদ্ধার হয়েছে। চিঠিটা আপতত ফরেন্সিক বিশেষজ্ঞর কাছে রয়েছে।
মঙ্গলবারের পর থেকে মৃত পড়ুয়াকে দেখতে না পাওয়ায় বন্ধুরা তাঁর খোঁজ শুরু করে। তখনই দেখা যায় হোস্টেলে তার ঘরটি ভেতর থেকে বন্ধ। বারংবার দরজা ধাক্কা দিলেও কেউ না খোলায় সন্দেহ দানা বাঁধে। এরপরই প্রতিষ্ঠানের অন্য পড়ুয়া দরজা ভেঙে ভেতরে ঢুকে ভীমকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এরপরই পুলিশে এসে দেহ নিয়ে যায় এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
মৃত পড়ুয়ার বাবা-মা ফরিদাবাদে থাকে। তাঁদের খবর দেওয়া হয়েছে। আজ পড়ুয়ার দেহের ময়নাতদন্ত হবে। ওয়ারেঙ্গলের এনআইটি থেকে বিটেক করার পর আইআইটি কানপুরের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টেমেন্টে এসে উচ্চশিক্ষা শুরু করে ওই পড়ুয়া
আইআইটি কানপুরের দলিত পোস্ট ডক্টরেট পড়ুয়ার আত্মহত্যা, ছেঁড়া সুইসাইড নোট উদ্ধার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Apr 2018 11:07 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -