ডিমের খোলা থেকে তৈরি করা যাবে অস্থি প্রতিস্থাপন করার উপকরণ, বলছে গবেষণা
web desk, ABP Ananda | 14 Aug 2019 05:58 PM (IST)
এই অস্থি বিকল্প তৈরিতে অন্যতম প্রয়োজনীয় উপকরণ ট্রাইক্যালসিয়াম ফসফেট তৈরি করা সম্ভব হবে ডিমের খোলা থেকেই। এমনটাই দাবি সংস্থার বিজ্ঞানীদের।
হায়দরাবাদ: ডিমের খোলা থেকে তৈরি করা যাবে অস্থি প্রতিস্থাপন করার উপকরণ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, হায়দরাবাদ ও বি আর আম্বেদকর ন্যাশনাল ইনস্টিটিউট টেকনোলজির গবেষকদের দাবি এমনটাই। এই অস্থি বিকল্প তৈরিতে অন্যতম প্রয়োজনীয় উপকরণ ট্রাইক্যালসিয়াম ফসফেট তৈরি করা সম্ভব হবে ডিমের খোলা থেকেই। এমনটাই দাবি সংস্থার বিজ্ঞানীদের। ডিমের খোলায় ৯৫ শতাংশেরও বেশি থাকে ক্যালসিয়াম। বর্তমানে অস্থি প্রতিস্থাপনের ক্ষেত্রে হাড় নেওয়া হয় রোগীর থেকে কিংবা অন্য কোনও দাতার থেকে। অথবা ভরসা রাখা হয় কৃত্রিমভাবে তৈরি হাড়ের উপর। যাতে থাকে প্লাস্টার অফ প্যারিস ও অন্যান্য রাসায়নিক। গবেষণায় দেখা গেছে ডিমের খোলায় অপেক্ষাকৃত বেশি বায়ো-অ্যাক্টিভ এলিমেন্টাল আয়ন থাকায়, তা অন্যান্য কৃত্রিম উপকরণের থেকে মানবশরীরের ক্ষেত্রে বেশি উপযুক্ত।