নয়াদিল্লি: বেশি বেশি গুগল বিজ্ঞাপন পেতে অভিনব কায়দায় জালিয়াতি আইআইটি ছাত্রের। ‘মেক ইন ইন্ডিয়া’-র লোগো এবং নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করে জাল ওয়েবসাইট খুলেছিলেন রাজস্থানের রাকেশ জাঙ্গির। ওই ওয়েবসাইটে এমনও ঘোষণা করা হয়, মোদি সরকার পুনর্বার ক্ষমতায় এলে ফ্রি ল্যাপটপ স্কিমে বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হবে। সোশ্যাল মাধ্যমেও দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই লোভনীয় বিজ্ঞাপন।
এরপরই ২৩ বছরের রাকেশকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। রাজস্থানের নাগউর জেলা থেকে গ্রেফতার করা হয় তাকে। তার বিরুদ্ধে আইটি আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
জেরায় অভিযুক্ত জানিয়েছে, তিনি আসলে লাখো লাখো মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্যই এই জালিয়াতি করেছে। সেই তথ্য পরবর্তীতে বিভিন্ন সংস্থার কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল তার।