ক্যাম্পাসে মাদক মেশানো জল খাইয়ে তিন তরুণীর যৌন নিগ্রহ, আটক দুই আইআইটি পড়ুয়া
ABP Ananda, web desk
Updated at:
09 Feb 2017 10:27 AM (IST)
গুয়াহাটি: গুয়াহাটি আইআইটি-র ছাত্র হস্টেলে তিন তরুণীকে যৌন নিগ্রহের অভিযোগ। আটক দুই আইআইটি পড়ুয়া। তরুণীদের দাবি, ৩ ফেব্রুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে তাঁরা গুয়াহাটি আইআইটি-র ক্যাম্পাসে যান। পরিচিত দুই বি টেক পড়ুয়াকে তাঁরা রাতে থাকার ব্যবস্থা করার অনুরোধ জানান। দুই অভিযুক্ত তাঁদের রাতে থাকার ব্যবস্থা করে দেয়। অভিযোগ, এরপর মাদক মেশানো জল খাইয়ে তিন তরুণীকে বেহুঁশ করে যৌন নিগ্রহ করা হয়। পরদিন সকালে আইআইটি চত্বর থেকে তিনজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা। এরপর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার উত্তর গুয়াহাটি থানায় অভিযোগ দায়ের করেন ওই তিন তরুণী। আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের তদন্ত রিপোর্টে পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -