মুম্বইয়ের পওয়াই অঞ্চলে ৫৫০ একর জুড়ে এই ক্যাম্পাস। পাশেই সঞ্জয় গাঁধী জাতীয় উদ্যান। সেখান থেকে মাঝেমধ্যে চিতাবাঘ হানা দেয় ক্যাম্পাসে। তবে সেটা নিয়ে খুব একটা সমস্যায় পড়তে হয় না ছাত্রদের। তার চেয়ে অনেক বেশি জটিলতা তৈরি হয়েছে হনুমানের দলকে নিয়ে। এরা খাবারের সন্ধানে ক্যাম্পাসের পাশাপাশি হস্টেলেও হানা দিচ্ছে। সকালের দিকেই আক্রমণ বেশি হচ্ছে। কোনও ছাত্র হস্টেলের ঘরের জানলা-দরজা খুলে রাখলেই হনুমান ঢুকে পড়ে তাণ্ডব চালাচ্ছে। খাবার, জামা-কাপড়, অন্যান্য জিনিসপত্র উধাও হয়ে যাচ্ছে।
আইআইটি বম্বের মুখপাত্র ফাল্গুনী বন্দ্যোপাধ্যায় হনুমানের আক্রমণের কথা স্বীকার করে নিয়েছেন। তবে তাঁর বক্তব্য, ক্যাম্পাসে হনুমান ঘুরে বেড়ানোর ঘটনা নতুন নয়। অতীতে হনুমানের দল কাউকে আক্রমণ করত না। এখন তাদের আচরণ বদলে গিয়েছে। বন বিভাগ এবং পুরসভাকে বিষয়টি জানানো হয়েছে।