নয়াদিল্লি: কাশ্মীর উপত্যকায় অশান্তি, বিক্ষোভে ইন্ধন দিতে হাওলা ও অন্যান্য রাস্তায় বেআইনি অর্থ পাঠানো হচ্ছে বলে রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। বুধবার এক লিখিত প্রশ্নের জবাবে কাশ্মীরে দেশবিরোধী শক্তিগুলিকে হাওলা, অন্য পথে বেআইনি অর্থ পাঠানো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। রিজিজুর সহকারী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির আবার জানান,  বিদেশ থেকেও হাওলা ও অন্য চ্যানেল মারফত টাকা পাচ্ছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসবাদীরা।


ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর উত্তেজনা, অস্থিরতার প্রতি ইঙ্গিত করে রিজিজু জানান, এ বছরের অক্টোবর পর্যন্ত ৭৮টি অনুপ্রবেশের চেষ্টা নিরাপত্তা বাহিনী  ভেস্তে দিয়েছে, জম্মু ও  কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করায় ২৪ জন সন্দেহভাজন সন্ত্রাসবাদীকেও খতম করেছে। অক্টোবর পর্যন্ত সীমান্তের ওপার থেকে জম্মু ও কাশ্মীরে ২০১টি অনুপ্রবেশ হয়েছে, পঞ্জাবে অনুপ্রবেশ ঘটেছে ৩০টি। গত সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে সীমান্তের ওপার থেকে গুলিচালনায় পাঁচ বিএসএফ জওয়ান  নিহত ও ৯ জন জখম হয়েছেন বলেও তথ্য দেন রিজিজু।


আরেক প্রশ্নের উত্তরে আহির জানান, সীমান্ত এলাকায় পাকিস্তানের টেলিফোন নম্বর, সে দেশের লোকজনের নাম লেখা রবার ট্যাগ লাগানো বেশ কয়েকটি পায়রা ধরা পড়েছে বটে, তবে পাকিস্তানের পায়রা পাঠিয়ে এ দেশে  চরবৃত্তির ব্যাপারে কোনও তথ্য মেলেনি।