নয়াদিল্লি: কাঠুয়া গণধর্ষণ নিয়ে মুখ খোলায় ট্রোলিংয়ের শিকার হলেন সানিয়া মির্জা। তবে তিনি চুপ থাকেননি, তাঁকে খোঁচা দেওয়ার চেষ্টা করা ব্যক্তির মুখ জোরালো ফোরহ্যান্ডে বন্ধ করে দিয়েছেন।


সানিয়া টুইট করেছিলেন, এই দেশকেই কি আমরা বিশ্বের সামনে তুলে ধরতে চাই? যদি ৮ বছরের এই বালিকার জন্য আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে দাঁড়াতে না পারি, তাহলে বিশ্বের কোনও কিছুর জন্য মুখ খোলার অধিকার আমাদের নেই... মানবতার জন্যও নয়... গা গুলিয়ে আসছে।

জবাবে একজন প্রশ্ন করেন তাঁর ভারতীয়ত্ব নিয়ে। বলেন, বিয়ে তো করেছেন পাকিস্তানে। কোন দেশের কথা বলছেন আপনি? আর তো আপনি ভারতীয় নন। যদি এ নিয়ে টুইট করেন তবে অবশ্যই আপনার টুইট করা উচিত পাক জঙ্গিদের হাতে প্রাণ হারানো নির্দোষদের সম্পর্কেও।

[embed]https://twitter.com/Kichu_chirps/status/984325015666642945?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.dnaindia.com%2Fsports%2Freport-i-m-an-indian-always-will-be-sania-mirza-destroys-troll-who-called-her-pakistani-for-criticising-kathua-rape-2603988&tfw_creator=dna&tfw_site=dna[/embed]

এ ধরনের মন্তব্য শুনতে অভ্যস্ত সানিয়া এতদিন এ সবে খুব একটা গা করেননি। কিন্তু এ দিন তিনি ফোঁস করে ওঠেন। লেখেন, প্রথমে জেনে রাখুন, কেউ ‘কোথাও’ বিয়ে করে না, কোনও ব্যক্তিকে বিয়ে করে। আর এখন আপনার মত লোক আমাকে বলবে আমি কোন দেশের নাগরিক.. আমি ভারতের হয়ে খেলি, আমি ভারতীয় আর বরাবর তাই থাকব.. যদি ধর্ম ও দেশের বাইরে তাকিয়ে ভাবতে পারেন, তাহলে একদিন হয়তো মানবতার পক্ষেও দাঁড়াতে পারব।

দেখুন সানিয়ার টুইট

[embed]https://twitter.com/MirzaSania/status/984330940259360768?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.dnaindia.com%2Fsports%2Freport-i-m-an-indian-always-will-be-sania-mirza-destroys-troll-who-called-her-pakistani-for-criticising-kathua-rape-2603988&tfw_creator=dna&tfw_site=dna[/embed]

ব্যস, ট্রোলের মুখ বন্ধ। গেম, সেট, ম্যাচ জিতে কোর্ট ছাড়লেন সানিয়া।