নয়াদিল্লি ও কলকাতা: ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিলের প্রতিবাদে সারা দেশে ১২ ঘণ্টার জন্য বহির্বিভাগ বন্ধ রাখার ডাক ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ-র। মঙ্গলবার কালা দিবস পালনের পাশাপাশি পরিষেবা বন্ধ রাখা হবে বলে মুম্বইয়ে এক্সিকিউটিভ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে আইএমএ কর্তৃপক্ষ। এরফলে বেসরকারি হাসপাতালগুলিতে আউটডোর চিকিত্সা পরিষেবা ব্যাহত হতে পারে। তবে জরুরি পরিষেবায় এর কোনও প্রভাব পড়বে না।


আগামীকালই বিলটি নিয়ে লোকসভায় আলোচনা হতে পারে। গত শুক্রবার পেশ করা এই বিলে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া ভেঙে দিয়ে স্বাস্থ্য শিক্ষা পরিচালনা ও পরামর্শদাতা হিসাবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন নামে সংস্থা তৈরির প্রস্তাব করা হয়েছে। বিলটিতে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ চিকিত্সা যাঁরা করেন তাঁরা  একটি ব্রিজ কোর্স সম্পূর্ণ করার পর অ্যালোপ্যাথি চিকিত্সা করতে পারবেন, এমন প্রস্তাবও রাখা হয়েছে।

আইএমএ বলেছে, প্রস্তাবিত সংস্থার মাধ্যমে আমলাতন্ত্র ও চিকিত্সা জগতের সঙ্গে জড়িত নন, এমন প্রশাসকদের কাছে মেডিক্যাল বিশেষজ্ঞদের দায়বদ্ধ করার ব্যবস্থা করা হয়েছে। এভাবে মেডিক্যাল বিশেষজ্ঞদের ডানা ছাঁটার ব্যবস্থা হয়েছে।

আইএমএ বলেছে, বর্তমান আকারে এনএমসি বিল গ্রহণ যোগ্য নয়। এই বিল গরিব-বিরোধী, জন বিরোধী এবং অগণতান্ত্রিক বলে অভিযোগ করেছে আইএমএ।

আইএম-র রাজ্য শাখার তরফে শান্তনু সেন জানিয়েছেন, পশ্চিমবঙ্গেও কালা দিবস পালন করা হবে। তবে সরকারি হাসপাতালে জরুরি পরিষেবা যাতে ব্যাহত না হয় সে বিষয়টিও নিশ্চিত করবে আইএমএ।