কলকাতা ও নয়াদিল্লি: নরেন্দ্র মোদী নোট বাতিলের মাধ্যমে নিরপরাধ দেশবাসী, সমাজকে ধোঁকা দিচ্ছেন। তাঁকে প্রধানমন্ত্রী পদে আর চায় না কেউ! প্রধানমন্ত্রীকে এই ভাষায় কাঠগড়ায় তুলে তাঁর বিরুদ্ধে ‘ফতোয়া’ ঘোষণা করায় কলকাতার টিপু সুলতান মসজিদের শাহি ইমাম সৈয়দ মহম্মদ নুরুর রহমান বরকতির গ্রেফতারি চাইল বিজেপি।
কলকাতায় এক সম্মেলনে তিনি নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, প্রতিদিন নোট বাতিলের ফলে মানুষকে হয়রানি সহ্য করতে হচ্ছে। উনি ভন্ডামি করছেন। দেশকে ধোঁকা দিচ্ছেন। প্রধানমন্ত্রী পদে থাকার অধিকার হারিয়েছেন। মোদীকে ‘সাম্প্রদায়িক’ আখ্যা দেওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’র দূত তকমাও দেন বরকতি। দাবি করেন, দেশের মানুষ এখন মমতাকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান।
গত মাসেও মমতার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ‘ফতোয়া’ দিয়েছিলেন বরকতি।
তাঁর গতকালের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্যের জবাবে বিজেপির জাতীয় সম্পাদক সিদ্ধার্থনাথ সিংহ বলেন, বরকতিকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দাবি করছি। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফতোয়া ঘোষণা অত্যন্ত আপত্তিকর। উনি যখন ফতোয়া ঘোষণা করেন, পাশে বসেছিলেন তৃণমূলের এমপি ইদ্রিশ আলি।
রাজ্য সরকার ইমামের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিক্ষোভ, প্রতিবাদের হুঁশিয়ারি দিয়ে রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত ওই নেতা বলেন, বিজেপি বনাম তৃণমূল ইস্যু নয় এটা। প্রধানমন্ত্রীকে অপমান করেছেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ধর্মীয় নেতা, আপত্তি এখানেই।