পুণে:  শনিবার আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে ৩০ থেকে ৩১ মে-র মধ্যে বর্ষা ঢুকে পড়বে কেরলে। বর্ষা শুরুর সমস্ত পরিস্থিতি তৈরি হয়েছে ওই অঞ্চলে, দাবি আবহাওয়াবিদদের। এছাড়া বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্ব ভারতেও।


এদিকে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবতের জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গেও। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও গরমের দাপট বজায় থাকবে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা। তীব্র গরম আর আর্দ্রতায় নাজেহাল হতে হবে শহরবাসীকে।

আজ দিনের সর্বনিম্ন তাপমাত্র ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।