নয়াদিল্লি: দাভোসে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে ভারত সম্পর্ক বিশ্বকে জানাতে ব্যস্ত, তখনই ভারতের জন্যে আরও একটি সুখবর শোনাল ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ)। আইএমএফ-এর পূর্বাভাস, অর্থবর্ষ ২০১৯-এ ভারতের বৃদ্ধির হার ৭.৪ শতাংশে পৌঁছবে। আর এই বৃদ্ধির হাত ধরেই বিশ্ববাজারে অন্যতম দ্রুত আর্থিক বৃদ্ধি হওয়া দেশগুলির মধ্যে স্থান করে নেবে ভারত। এছাড়া, আইএমএফ-এর দাবি, গত সাত বছরের মধ্যে ২০১৭ সালে বিশ্বজুড়ে বৃদ্ধির হার ছিল সবচেয়ে ভাল।
আইএমএফ-এর তথ্য অনুযায়ী, ভারতে এবছর বৃদ্ধির হার পৌঁছবে ৬.৭ শতাংশে। আগামী অর্থবর্ষে সেটাই লাফিয়ে ছোঁবে ৭.৪ শতাংশ এবং ২০২০ সালে সেটা ছোঁবে ৭.৮ শতাংশে।
ভারতের সঙ্গে সারা বিশ্বের বৃদ্ধির হারও ভাল হবে বলে দাবি করেছে আইএমএফ। প্রসঙ্গত, অক্টোবরে যা পূর্বাভাস ছিল, তার থেকে বিশ্বঅর্থনীতির এবছর বৃদ্ধি হার আরও ভাল হবে বলে পূর্বাভাস ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের। জিডিপির তিন ভাগ দখল করে রেখেছে বিশ্বের যে ১২০টি দেশের অর্থনীতি, প্রত্যেকেরই বৃদ্ধির হার উর্ধ্বমুখী থাকবে আগামী অর্থবর্ষগুলিতে। এদিকে ২০১৮ সালে চিনের বৃদ্ধির হার ৬.৮ শতাংশ হারে থাকায়, ভারতের থেকে সামান্য এগিয়ে থাকবে প্রতিবেশী এই রাষ্ট্র। কিন্তু আগামী বছরই ভারত চিনকে পিছনে ফেলে এগিয়ে যাবে আর্থিক বৃদ্ধির হারে, পূর্বাভাস আইএমএফ-এর।
ভারতের জন্যে সুখবর শোনাল আইএমএফ, অর্থবর্ষ ২০১৯-এ ৭.৪% হারে বৃদ্ধির পূর্বাভাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jan 2018 10:50 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -