আমদাবাদ: দেশের বেশিরভাগ মানুষ হিন্দিতে কথা বলেন। হিন্দি জাতীয় ভাষা, তাই তা জানা জরুরি। বললেন কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু।


মাতৃভাষা শিক্ষাতেও জোর দিয়েছেন ভেঙ্কাইয়া, বলেছেন, ইংরেজির ওপর দেশে বেশিরকম গুরুত্ব দেওয়া হচ্ছে, তা কাটিয়ে ওঠা উচিত।

আমদাবাদের সবরমতী আশ্রমে ইংরেজি ভাষায় মোহনদাস করমচাঁদ গাঁধীর ১০০ খণ্ড রচনাবলী প্রকাশ উপলক্ষ্যে মন্ত্রী বলেছেন, হিন্দি দেশের জাতীয় ভাষা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একে বাদ দিয়ে আমাদের চলবে না। দেশের বেশিরভাগ মানুষ হিন্দি বলেন, তাই হিন্দি শেখা ভীষণই জরুরি। পাশাপাশি গুজরাতি, মরাঠি, ভোজপুরির মত মাতৃভাষাতেও সড়গড় হওয়া উচিত আমাদের।

হিন্দি ছাড়া বাকি ভাষাগুলি আঞ্চলিক নয় বলেও মন্তব্য করেছেন ভেঙ্কাইয়া। তাঁর কথায়, আঞ্চলিক নয়, সেগুলি মাতৃভাষা ও জাতীয় ভাষা। ইংরেজি এ দেশে পরে এসেছে। হিন্দিও পরে পেয়েছে রাষ্ট্রভাষার মর্যাদা।

প্রকৃত ভাষাগুলি হল বাংলা, মরাঠি, গুজরাতি, তামিল ইত্যাদি। অনুভূতি প্রকাশের জন্য ভাষা অত্যন্ত গুরপুত্বপূর্ণ। তাই সকলের উচিত, নিজের মাতৃভাষায় পড়াশোনা করা।

জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষায় গুরুত্ব দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন মন্ত্রী। তাঁর অভিযোগ, ইংরেজি শিখে শিখে দেশবাসীর মানসিকতাই ইংরেজিঘেঁষা হয়ে গিয়েছে, যা দেশের পক্ষে ভাল নয়।