মুম্বই: একের পর এক সংক্রমণ বাড়ছে মুম্বইয়ের ধারাভি এলাকায়। বুধবার সকালে মুম্বইয়ের এর ঘিঞ্জি এলাকায় আরও দুজনের শরীরে করোনা-সংক্রমণ ধরা পড়েছে। দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে এই এলাকায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত সম্পূর্ণ লকডাউন করা হোক এই এলাকা – মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে আর্জি জানালেন মুম্বই দক্ষিণ-মধ্য়র শিবসেনা সাংসদ রাহুল শিওয়ালে। তাঁর মতে, এখুনি ধারাভি নিয়ে কড়া পদক্ষেপ না করলে করোনা-হটস্পট হয়ে উঠবে এই অঞ্চল।
পাঁচ বর্গ কিলোমিটার জুড়ে থাকা ওই ধারাভি বস্তি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। লক্ষ লক্ষ মানুষ সেখানে বাস করেন। এটি এশিয়ার বৃহত্তম বস্তি। ফলে সেখানে সংক্রমণ ও করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ।
রাহুল শিওয়ালের মতে, মুম্বই পুলিশ আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু কথা শুনছে না মানুষ। পুলিশের সংখ্যা কম হওয়াতেই এই সংস্যা। পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার আর্জি জানিয়েছেন মুম্বই দক্ষিণ-মধ্যর সাংসদ।
তিনি আরও বলেন, মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। যদি ধারাভিতে সংক্রমণ না আটকানো যায়, তাহলে গোটা মুম্বইয়ের পরিস্থিতি ভয়ঙ্কর হতে সময় লাগবে না।
বৃহনমুম্বই পুরসভাকে ধারাভির সব হাসপাতালের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন রাহুল। সেই সঙ্গে ধারাভি স্পোর্টস কমপ্লেক্সে তৈরি করা হোক কোয়ারেন্টিন সেন্টার, প্রস্তাব তাঁর।
অবস্থার গুরুত্ব বুঝে ধারাভির দিকে আলাদা করে দৃষ্টি দিক রাজ্য সরকার, প্রস্তাব শিওয়ালের। মুম্বইয়ের ঘিঞ্জি এলাকাকে স্যনিটাইজ করা হোক নিয়মিত ও সেখানকার সব বাসিন্দার স্বাস্থ্যপপরীক্ষার ব্যবস্থা করা হোক, আর্জি সাংসদের।