নয়াদিল্লি: রাহুল গাঁধী বলেছেন, বিরোধীরা এককাট্টা হয়ে লড়লে ২০১৯ লোকসভা ভোটে বারাণসীতে হারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবাবে বিজেপি বলল, আগে রাহুল ও তাঁর মা সনিয়া গাঁধী নিজের নিজের লোকসভা আসন বাঁচান!
রাহুল বলেছিলেন, আগামী লোকসভা ভোটে হারবে বিজেপি, তাদের বিরুদ্ধে যদি সপা, বসপা হাত মেলায় তো মোদী নিজের বারাণসীর আসনও বাঁচাতে পারবেন না। জবাবে বিজেপির রাজ্যসভা সাংসদ অনিল বলুনী বলেছেন, প্রধানমন্ত্রীর ব্যাপারে ভাবনাচিন্তার আগে রাহুলের উচিত নিজের ও মা সনিয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, কারণ নিজেদের কেন্দ্রের কোনও উন্নয়ন তাঁরা করেননি, ফলে মানুষ হতাশ, এর প্রতিফলন তাঁদের নিজের নিজের আসনে পড়বে। নিজেদের আসনও তাঁরা জিততে পারবেন না।
২০১৯-এ সনিয়া-রাহুল নিজেদের আসনও বাঁচাতে পারবেন না, বলছে বিজেপি
ABP Ananda, Web Desk
Updated at:
09 Apr 2018 08:17 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -