বিজেপি ও তার বিভেদকামী আদর্শের বিরুদ্ধে জোট বাঁধাই দেশে গণতন্ত্রকে রক্ষা করার একমাত্র রাস্তা বলে এক সম্মেলনে অভিমত জানিয়েছেন জনতা দল (ইউ)-এর নতুন সভাপতি। ঘটনাচক্রে গত ১১ এপ্রিল জনতা দল (ইউ) সভাপতি হওয়ার পরদিনই ধর্মনিরপেক্ষ দলগুলির মধ্যে যত বেশি সম্ভব ঐক্য গড়ে তোলার কথাও বলেন নীতীশ। জানান, ২০১৯-এর সাধারণ নির্বাচনের আগে কংগ্রেস, বাম ও আঞ্চলিক দলগুলিকে এক মঞ্চে নিয়ে এসে বিজেপি-র বিরুদ্ধে যতদূর সম্ভব বড় ঐক্য গড়ে তোলার চেষ্টা চালাবেন তিনি।
সম্মেলনে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, কোনও দল, ব্যক্তির নয়, বিজেপির নিয়ন্ত্রণকারী সঙ্ঘের আদর্শের বিরোধী তিনি।
নরেন্দ্র মোদীর প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিত করে নীতীশ বলেন, ইভেন্ট ম্যানেজমেন্টের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল ম্যানেজমেন্ট। ইভেন্ট ম্যানেজমেন্ট মানে আড়ম্বর, অনু্ষ্ঠানে তাত্ক্ষণিক লাভ হয়। কিন্তু সমস্যার গভীরে ঢুকতে হয়। মানুষের ভালর জন্য কাজ করলে তাতে সরাসরি লাভ হয় তাদের।
বিহারে মদে নিষেধাজ্ঞার প্রসঙ্গে নীতীশ বলেন, ৫ এপ্রিল রাজ্যের সর্বত্র মদ পুরোপুরি নিষিদ্ধ হওয়ার পর তিন-চারটে জেলা ঘুরেছি। দেখেছি, শুধু মহিলারাই নন, অনেক পুরুষও এতে খুশি।