নয়াদিল্লি: দিল্লি মেট্রো স্টেশনের ভেতর সত্যিই নয়া ইতিহাস তৈরি হল। তবে কোনও মনে রাখার মতো ঘটনা ঘটেনি সোমবার রাতে দিল্লির আজাদপুর মেট্রো স্টেশনের ভেতর। মেট্রো স্টেশনের মতো জায়গায় এমন ঘটনা সকলেরই মনে থেকে যাবে। তবে কেউই চাইবে না এই ঘটনার পুনরাবৃত্তি হোক। দিল্লি মেট্রোর ১৫ বছরের ইতিহাসে এমন ঘটনা এই প্রথমবারের জন্যে ঘটল। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স গার্ডের এক সদস্য জনতাকে ছ্ত্রভঙ্গ করতে প্রকাশ্যে গুলি চালিয়েছেন বলে জানা গিয়েছে।
সিআইএসএফ জওয়ান এমন কাণ্ড ঘটালেন কেন ? সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সোমবার রাতে ঘটনাস্থলে এক তরুণকে বেধড়ক মারছিল একদল লোক। কেন ওই তরুণকে মারা হচ্ছিল, সেবিষয়ে কারও কাছে সঠিক কোনও তথ্য নেই। একদল লোককে মেট্রো স্টেশনের মধ্যে ওই তরুণকে কিল, চড়, ঘুষি মারতে দেখা যায়। সেই সময়ই তরুণকে উদ্ধার করতে ঘটনাস্থলে এগিয়ে আসে বেশ কয়েকজন ব্যক্তি। জটলা দেখে সেদিকে এগিয়ে আসেন ওই সিআইএসএফ জওয়ান। সেখানেই তিনি নীল শার্ট পরা এক ব্যক্তিকে টেনে হিঁচড়ে বের করেন। এরপরই ওই ব্যক্তি মাটিয়ে লুটিয়ে পড়েন। ওই ব্যক্তি অজ্ঞান হয়ে গিয়েছিলেন ওই সময়। এরপরই উন্মত্ত জনতা সিআইএসএফ জওয়ানের ওপর ঝাঁপিয়ে পড়তে যান। তখনই জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালান ওই জওয়ান।
তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, কেন ওই তরুণকে মারা হচ্ছিল, এপ্রসঙ্গে এখনও সঠিক কোনও তথ্য উদ্ধার হয়নি।
দিল্লি মেট্রো স্টেশনের ভেতর শূন্যে গুলি চালালেন সিআইএসএফ জওয়ান, কেন জানতে ক্লিক করুন এখানে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Oct 2017 05:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -