আমদাবাদ: উপগ্রহ-প্রযুক্তির সাহায্যে ডিস্ট্যান্স লার্নিং বা দূরশিক্ষণ পদ্ধতিতে ২ বছরের স্নাতকোত্তর ম্যানেজমেন্ট কোর্স চালু করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইএম) আমদাবাদ। দেশের আইআইএমগুলির মধ্যে যা প্রথম।
এদিন এই প্রসঙ্গে, আইআইএম-আমদাবাদের অধিকর্তা আশীস নন্দ জানান, কোর্সটি মূলত কর্মরত একজিকিউটিভ এবং উদ্যোগপতিদের কথা মাথায় রেখেই ভাবা হয়েছে। কোর্সটি করতে প্রায় ১৭ লক্ষ টাকা খরচ হবে। তিনি বলেন, আগামী জুন মাস থেকে এই কোর্স শুরু হবে।
প্রোগ্রাম ডিরেক্টর তথা প্রতিষ্ঠানের অন্যতম ফ্যাকাল্টি সদস্য বিজু বার্কে জানান, যে কোনও ব্যক্তি এই বিশেষ কোর্সের জন্য আবেদন করতে পারেন। নিয়মানুসারে, স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বর পেতে হবে এবং একইসঙ্গে কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট) স্কোরও ভাল হতে হবে।
তিনি যোগ করেন, প্রথম বছর ম্যানেজমেন্টের কোর বিষয়গুলি নিয়েই কোর্স চালু হবে। ভবিষ্যতে ধীরে ধীরে অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করা হবে।