নয়াদিল্লি: সব ঠিকঠাক চললে আগামী ২৬ জানুয়ারি রাজধানীর রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ইতিহাসে প্রথমবার অংশ নিতে দেখা যেতে পারে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি-র ‘ব্ল্যাক ক্যাট’ কম্যান্ডো-বাহিনীকে।
সূত্রের খবর, সংম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও প্রতিরক্ষামন্ত্রকের মধ্যে একটি বৈঠক হয়। সেখানে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছ। এরপরই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে এনএসজি। জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রায় ৬০ জন কম্যান্ডো বিভিন্ন কেরামতির মাধ্যমে বাহিনীর শক্তি প্রদর্শন করবেন।
কেন্দ্রের এক শীর্ষ আধিকারিক জানান, এতদিন সেনার কম্যান্ডো ফোর্সই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিত। এই প্রথমবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে এনএসজি। ওই কর্তা জানান, কম্যান্ডোরা তাঁদের চিরাচরিত কালো কমব্যাট স্যুট পরে থাকবেন। তাঁদের সারা শরীরে পুরো সমরাস্ত্রে সজ্জিত থাকবে। মাথায় থাকবে বালাক্লাভা হেডগিয়ার। হাতে থাকবে অত্যাধুনিক এমপি-৫ অ্যাসল্ট রাইফেল। সঙ্গে থাকবে কম্যান্ডো ড্যাগার (ছুরি)।