লখনউ: সীমান্তে জওয়ানদের বলিদান সম্পর্কে চূড়ান্ত অমানবিক ও অনভিপ্রেত মন্তব্য করে তাকে ‘রাজনৈতিক রং’ দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বিরুদ্ধে।
সম্প্রতি এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাতকারে সমাজবাদী পার্টির সভাপতি মন্তব্য করেন, প্রায় সব রাজ্যের জওয়ান নিহত হয়েছেন। কিন্তু, গুজরাত থেকে একজনও হননি। তিনি বলেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ ভারত—সব জায়গা থেকে জওয়ানরা শহিদ হয়েছেন। গুজরাত থেকে কেউ শহিদ হয়ে থাকলে বলুন।
[embed]https://twitter.com/ANINewsUP/status/862231011446226944[/embed]
এর আগেও, একইভাবে গুজরাত প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল অখিলেশকে। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন গুজরাত পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। সেখানে একটি বিজ্ঞাপনে গাধা-সংরক্ষণের হয়ে সওয়াল করেছিলেন অমিতাভ। নির্বাচনের প্রচারে নাম না করে অমিতাভকে উদ্দেশ্য করে অখিলেশ বলেছিলেন, দয়া করে ওই গাধাদের প্রচার করবেন না।
সেই নিয়েও তখন হইচই হয়েছিল। যা নিয়ে প্রধানমন্ত্রী মোদী পাল্টা অখিলেশকে একহাত নিয়ে কটাক্ষ করেন জানান, তিনি বিস্মিত এটা দেখে যে গুজরাতের গাধাকে ‘ভয় পান’ অখিলেশ। প্রধানমন্ত্রী জানান, ওই ‘বিশ্বস্ত’ ও ‘পরিশ্রমী’ জন্তুর থেকে অনুপ্রেরণা লাভ করেন।
গত ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবি নিয়ে বাবা তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবের রোষের মুখে পড়েছিলেন অখিলেশ। মুলায়ম বলেছিলেন, অখিলেশকে মুখ্যমন্ত্রী করাই তাঁর ভুল ছিল। মুলায়মের মতে, তিনি যদি মুখ্যমন্ত্রী হতেন, তাহলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না।