চক্রান্ত করে ডেকে এনে গণধর্ষণ করাল বন্ধুই, ভোপালে গ্রেফতার ৪
ABP Ananda, Web Desk | 26 Mar 2018 01:16 PM (IST)
ফাইল ছবি
ভোপাল: বন্ধুর সঙ্গে সামান্য ঝগড়া হয়েছিল। সেই বন্ধুই সমস্যা মেটানোর নাম করে আর একজনের বাড়ি ডেকে পাঠায় ১৯ বছরের ছাত্রীটিকে। বিশ্বাস করে চলে যান ওই তরুণী। সেখানে তাঁর গণধর্ষণ হয়। অভিযোগ, মধ্য প্রদেশের ভোপালের এমপি নগর এলাকায় এমনই ঘটনা ঘটেছে। ওই ছাত্রী ব্যাঙ্কে চাকরির পরীক্ষা দিচ্ছেন, এ জন্য কোচিং ক্লাসেও যান তিনি। তাঁর অভিযুক্ত বন্ধু এক রেস্তোঁরায় ডাকে তাঁকে, সেখানে দুজনের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। এরপর ওই ছেলেটি তাঁকে ফোন করে এক জায়গায় ডাকে, বলে, সমস্যা মিটিয়ে নেবে। মেয়েটি সেখানে গেলে তাঁকে নিজের এক বন্ধুর বাড়ি নিয়ে যায় সে, ডেকে নেয় আরও ৩ বন্ধুকে। এরপর ২ জন মিলে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ৪ অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। রাস্তায় হাঁটিয়ে তাদের নিয়ে যাওয়ার সময় স্থানীয় মহিলারা তাদের চড় থাপ্পড় মারেন, কান ধরে ওঠবোস করান। শুধু ২০১৭-তেই মধ্য প্রদেশে ৫৩০০টির বেশি ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। অক্টোবরে কোচিং ক্লাস থেকে ফেরার সময় ১ ছাত্রীকে ধর্ষণ করে ৫ জন। রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে অভিযোগে কংগ্রেস মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের পদত্যাগ দাবি করেছে।