চেন্নাই: বাইকে সওয়ার হলেই মাথায় রাখুন হয় হেলমেট, নচেৎ জরিমানা। এই নিয়ম প্রযোজ্য যে কোনও মানুষের ক্ষেত্রে। তবে কুকুর? এই নিয়ম বোধহয় সমানভাবে প্রযোজ্য তাদের ক্ষেত্রেও। তা নইলে বাইকে সওয়ার কুকুরের মাথাতেও হেলমেট কেন?

তামিলনাড়ুর চেন্নাইয়ের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে বাইকের পিছনে সওয়ার এক সারমেয়। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে অবিকল মানুষের মতো চালকের কাঁধ ধরে বসে আছে সে, আর তার মাথায় হেলমেট! ভিডিওটি চেন্নাইয়ের ভীরুগাম্বাকম অঞ্চলে শ্যুট করা।



মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিওটি। কুকুরকে এমন ট্র্যাফিক নিয়ম মানতে দেখে মুগ্ধ সোশ্যাল মিডিয়া। খুব অল্প সময়েই ৫৯০০০ হাজার মানুষ দেখেন ভিডিওটি। সাড়ে চার হাজারেরও ওপর লাইকও পায়।





অনেকেই ভিডিওটি দেখে বিভিন্ন মত দেন। অনেকে সারমেয়টির নিরাপত্তাকে মাথায় রাখার জন্য সাধুবাদ দেন মালিককে। আবার অনেকে বলেন, এভাবে বাইক চালানো বিপদ ডেকে আনতে পারে।


তবে পোষ্য হেলমেট পরে বাইকে সওয়ার এই দৃশ্য প্রথম নয়। এর আগেও দিল্লির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তাতে দেখা গিয়েছিল এক বেড়ালকে হেলমেট পরে বাইকে সওয়ার হতে।