চেন্নাইয়ের চোলাই এলাকায় ভারত হিন্দু ফ্রন্টের ক্যাডাররা ওই কুকুর ও গাধার গলায় ফুলের মালা পরিয়ে, কপালে চন্দন লেপে দেন। তারপর ভ্যালেন্টাইন্স ডে-র বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
মহিলা ক্যাডাররা হিন্দুদের বিয়েতে ব্যবহৃত সামগ্রী প্লেটে সাজিয়ে নিয়ে আসেন।
এ তো গেল দক্ষিণ ভারতের কথা। উত্তর ভারতেও নীতি পুলিশদের তাণ্ডব সমানে চলছে। গুজরাতের আহমেদাবাদে বজরং দলের সদস্যরা সবরমতী নদীর তীরে যুগলদের নিগ্রহ করে। পরে পুলিশ দুষ্কৃতিদের আটক করে।
হায়দরাবাদেও বজরং দলের সদস্যরা ভ্যালেন্টাইন্স ডে-র বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।
উত্তরপ্রদেশে এদিন বন্ধ লখনউ বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ এক নির্দেশিকা জারি করে ছাত্রছাত্রীদের ভ্যালেন্টাইন দিবসে বিশ্ববিদ্যালয়ে চত্বরে ঘুরে না বেড়ানোর নির্দেশ জারি করেছে।
এই নির্দেশিকার বিরুদ্ধে মুখ খুলেছেন পড়ুয়ারা। এক ছাত্র বলেছেন, এখানে ভ্যালেন্টাইন দিবস আগেও পালন হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের কোনও নির্দেশিকা জারি করেনি। এখন উপাচার্য বিশ্ববিদ্যালয়কে বদলে দিতে চাইছেন এবং পড়ুয়াদের অধিকার কেড়ে নিতে চাইছেন।
ভ্যালেন্টাইন দিবস পালনকে পশ্চিমী সংস্কৃতি আখ্যা দিয়ে জারি করা ওই নির্দেশিকায় সই রয়েছে বিশ্ববিদ্যালয়ের চিফ প্রোক্টর বিনোদ শর্মার। ওই নির্দেশিকায় এমনকি পড়ুয়াদের বাবা-মায়েদের কাছেও তাঁদের ছেলে-মেয়েদের বিশ্ববিদ্যালয় চত্বরে ঘুরে বেড়াতে না দেওয়ার আর্জি জানানো হয়েছে।